মিথ্যা
Share

মিথ্যাকে আড়াল করতে হয় মিথ্যা দিয়ে।
সেই মিথ্যাকে আড়াল করতে প্রয়োজন পরে আরো মিথ্যার।
মিথ্যা মিথ্যা মিথ্যা
স্তুপ জমা হতে হতে হয় পাহাড় সম।
মিথ্যা শেষ হয় না।
মিথ্যার মাঝে গৌরভ নেই। থাকে পাপ।
পাপ বাপকেও ছাড়ে না। ছাড়বে না।
পাপ কাউকেই ছাড়বে না।
আমি আর আপনি এই পাপ সহ্য করলে শেষ বিচারে আমাদেরকেও জবাবদিহি করতে হবে।
‘অন্যায় যে করে অন্যায় যে সহে সম ঘৃনা তব প্রতি’।