তোদেরকে দায়ী করা যাব
Share

তোদের সবাইকে দায়ী করে যাব।
তোরা যারা স্বাধীনতার দোহাই দিচ্ছিস
অথচ আমার ব্যক্তি স্বাধীনতা
আমার বাঁক স্বাধীনতা কেঁড়ে নিচ্ছিস।
তোরা যারা মুক্তচিন্তার কথা বলে
আমার ধর্ম চিন্তাকে আঘাত করছিস।
তোরা যারা দেশপ্রেমের কথা বলে
লেজুরবৃত্তি করে নিজের আখের গুছাচ্ছিস।
তোরা যারা ক্ষমতার জোড়ে
মানুষ হত্যা করছিস।
তোরা যারা গণতন্ত্রের কথা বলে
স্বৈরতন্ত্রের পক্ষে সাফাই গাইছিস।
তোরা যারা দেশকে নয়
দলকে বেছে নিয়ে মাতৃভূমিকে ধ্বংস করছিস।
তোরা যারা আইন আর বিচারের বাণীকে
নিরবে নিভৃতে কাঁদাচ্ছিস।
তোরা যারা অন্যায়কেই ন্যায় বলে
সততাকে ধ্বংস করছিস।
তোরা যারা আমার বেঁচে থাকার
অধিকারটুকু কেঁড়ে নিচ্ছিস।
আমি তোদের ঘৃনা করবো।
আমি তোদেরকে অভিশাপ দিবো।
আমি তোদের সবাইকে দায়ী করে যাব।
আমি তোদের সবাইকে প্রত্যাখ্যান করলাম।