বেঁচে আছি
Share

আমি বেঁচে আছি!
কাপুরুষ হয়ে বেঁচে আছি।
বেঁচে আছি
কারণ, আমি ওদের কথার প্রতিবাদ করিনি।
বেঁচে আছি
কারণ, ওরা আমায় যা শিখিয়ে দিয়েছে আমি তাই বলছি।
আমি নিজেকে লুকিয়ে রেখেছি।
কারণ, ওরা আমায় ধরে নিয়ে হাত-পা ভেঙে দিতে চায়।
আমি পালিয়ে বেঁচেছি।
কারণ, ওরা আমার নখের ভিতর সুঁচ ঢুকাবে
আর বলবে,
তুই আমাদের না হয়ে ওদের হলি কেন হে।
আমি বেঁচে আছি!
কারণ, আমি আমার নিজের সাথেই আপোষ করেছি।
আমি বললেই;
ওরা চায় বুলেট বিদ্ধ করে আমার বুক ঝাঁজরা করে দিতে।
ওরা বলে,
তোকে চুপ থাকতেই হবে, নয়তো জেলে কিন্বা ক্রস ফায়ারে মরতে হবে।
আমি ওদের সবকিছু মেনে নিয়েছি।
তাইতো বেঁচে থেকেও লাশ হয়ে গিয়েছি।