আবদুল্লাহ আবু সাইদ স্যারের একটি বক্তব্য থেকে নেওয়াঃ
Share

জীবনে অনেকেই সফল হয়ে যায়। সফলতা পায়। আমাদের দেশের অধিকাংশ চোর-ভাটপাররাই সফল।
আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত?
সাফল্য নাকি সার্থকতা?
‘সফল’ যে ব্যক্তি সে নেয় বেশি!
আর ‘সার্থক’ সেই ব্যাক্তি যে দেয় বেশী।
‘সার্থকতা’ ভালবাসা দিয়ে তৈরি হয়।
‘সাফল্য’ কেড়ে নেওয়া দিয়ে।
সমস্ত লোকের টাকা-পয়সা কেঁড়ে নিয়ে যদি কেহ নিজের পকেট ভরতে পারে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি।
আর হাজী মোহাম্মদ মহসিন, হাতেম তাই এরা নিজেদের সম্পদ দিয়ে দিয়েছিলেন।
যে-দেয় পৃথিবী তাকেই মনে রাখে। তাঁরা সার্থক ব্যক্তি।
আমাদের দেশের শিক্ষিত যারা বিদেশে গেছে, প্রফেশনাল’রা বিদেশে গেছে তাঁরা দেশে কি পাঁঠায়?
তাঁরা অনেক বড় বেতনে চাকুরী করে এবং এদেশের কাছে তাদের ঋণের কোন শেষ নাই। তাঁরা এদেশের গরিব মানুষের পয়সা দিয়ে পড়াশুনা করেছে, বড় ডিগ্রি নিয়েছে।
তারপর একদিন টাটা বাই-বাই বলে দেশ ছেড়ে চলে গেছে।
সেই ডিগ্রির জোড়ে তাঁরা অনেক টাকা রোজগার করে ‘সফল’ হয়েছেন।
সেই টাকা কিন্তু তাঁরা দেশে পাঁঠায় না।
বরং যখন তাদের বাবা যখন মারা যায়… দেশে ফিরে আসে বাড়ি বা সম্পদ বিক্রি করে টাকাগুলো বিদেশে নিয়ে যাওয়ার জন্য।
আমাদেরে দেশের প্রায় ১কোটি লোক প্রবাসে শ্রমিক হয়ে চলে গেছে। দেশ তাদেরকে কিছুই দেয় নাই।
কিন্তু প্রবাসে গিয়ে তাঁরা তাদের পরিবারের জন্য, সন্তানের জন্য, বাবা-মায়ের জন্য টাকা পাঁঠায়।
বাংলাদেশ ব্যাংকের যে বড় অঙ্ক রিজার্ভ হয়েছে সেটা প্রবাসীদের টাকায়। বাংলাদেশ সেই টাকায় স্টাবল হয়ে দাঁড়িয়ে আছে।
তাঁরা শুধু দিয়েছেন। দিয়ে যাচ্ছেন। অথচ তাদের নিজেদের কিছুই নেই। তাদের নিজেদের সাফল্য না থাকলেও নিজের সম্পদ বিলিয়ে দিয়ে তাঁরা ‘সার্থক’।