পরের প্রজন্ম
Share

বিশ্বাস করুন;
টিভি দেখি না বহুদিন, বহু বছর। কিছুদিন আগে অব্দি পেপার পড়তাম, সেটাও এখন বাদ দিয়েছি। খেলা দেখতাম। ক্রিকেট। যেই ক্রিকেট বহুবার আমাদের পুরো জাতিকে এক কাতারে নিয়ে এসেছিল। সেই ক্রিকেট। ম্যাচের বা সিরিজের বিরতি থাকলে আফসোস করতাম, অপেক্ষায় থাকতাম কখন, কবে আবার বাংলাদেশ দল মাঠে নামবে!
এইবার বিপিএল এবং নিউজিল্যান্ড সফরের একটি খেলাও দেখিনি। মন টানে নাই। খেলার প্রতি কোন আকর্ষণই কাজ করে নাই।
সিনেমা এখন আর এমনিতেই দেখা হয় না, তবে মাঝে মধ্যে নাটক দেখতাম। সেটাও এখন বাদ। কেমন জানি একটা ঘেন্না জন্ম হয়ে গেছে এই বিনোদন জগতের উপরেও।
আসলে একটা গোষ্ঠী এই সমস্ত কিছুকে নিজেদের করতে গিয়ে আমাদের কাছে এই বিনোদন মাধ্যমগুলো সব পর করে দিয়েছে।
এখন যতটুকু আছি সেটা এই স্যোস্যাল জগৎটাকে নিয়ে। তাও প্রতিনিয়ত, প্রতিমুহূর্তে নেগেটিভ আর হতাশাজনক তথ্য দেখতে দেখতে এখন ক্লান্ত!
এখন মাঝে মাঝে ভাবি, একটা সময় গিয়েছে যখন আমি ফেসবুকে যদি কোন সিরিয়াস বিষয়বস্তু নিয়েও লিখার চেষ্টা করতাম, সেটাকে এমনভাবে লিখতাম যেন মানুষ মজা পায়, হাসে। দেখা যেত সেই সিরিয়াস পোষ্টেও সবাই হাসত।
সত্যি বলতে এখনও মাঝে মাঝে চেষ্টা করি সেই আগের মত সবাইকে হাসাতে, কাঁদাতে। কিন্তু হয় না! পাড়ি না। মানুষকে হাসাতে হলে আগে নিজের হাসতে হয়। নিজেই তো হাসতে ভুলে গেছি।
আমাদের চিন্তা বাদ। চারদিকে এত হতাশার মাঝে বেড়ে উঠা আমাদের পরের প্রজন্ম নিয়ে আমি সত্যি খুব শঙ্কিত।