বিআরটিসি নতুন বাস
Share

বিআরটিসি’র এই এসি বাসগুলো মোহাম্মদপুর থেকে চক্রাকারে ধানমন্ডি হয়ে পলাশী, আজিমপুর পর্যন্ত চলাচল শুরু হয়েছে গত কয়েকদিন যাবৎ।
যেখানে মোহাম্মদপুর থেকে নিউমার্কেট রিকশা ভাড়া ১০০ টাকা সেখানে এই বাস ভাড়া ২০ থেকে ৩০টাকা। বাস অবশ্যই অনেক নিরাপদ এবং আরামদায়ক। এই বাস চালু হওয়ার পর এই রুটের অন্যান্য বাসের যাত্রী সংখ্যা কমে গেছে। মানুষ এই বাসেই চলাচলে সাচ্ছন্দবোধ করছে।
ঢাকা শহরে যত বেশি পাবলিক বাস সার্ভিস চালু হবে ততই প্রাইভেট কার ও রিকশার চাপ কমবে। সাধুবাদ জানি এই উদ্যেগকে।
ঢাকা শহরে এমন উদ্যেগ আরও নেওয়া হোক। এবং যত দ্রুত সম্ভব সাবেক মেয়র আনিসুল হকের ৬ রঙের বাস সার্ভিস চালু করা হোক।
নগরকে যানজট মুক্ত করতে প্রাইভেট গাড়ি কমাতে হবে। এমন সব সার্ভিস প্রাইভেট গাড়ি কমাতে অবশ্যই সহায়তা করবে।