ইউরোপে করোনা ভাইরাস
Share

ইতালীতে করোনা ভাইরাস সংক্রামণ মানে ইউরোপবাসীদের জন্য দুঃসংবাদ।
ইটালিতে এ পর্যন্ত একশ’ জনেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হবার খবর নিশ্চিত হওয়া গেছে এবং মারা গেছেন দু’জন।
ইউরোপবাসীরা ইউরোপের একটি দেশে ব্রেকফাস্ট করেন তো আরেক দেশে করেন লাঞ্চ। ডিনার করেন একদেশে তো ঘুমান গিয়ে আরেক দেশে। সুতরাং ইউরোপের কোন একটি দেশে এই সংক্রামণ হওয়া মানে সমস্ত ইউরোপবাসীর জন্য ভয়ঙ্কর সংবাদ।
ইরানে এ পর্যন্ত প্রায় ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে মারা গেছেন ৭ জন।
চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৭৭ হাজার এবং সরকারী হিসেব মতে মৃত্যু হয়েছে ২ হাজার ৪শ’ জনের। কিন্তু ধারণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।
এ পর্যন্ত ২৬টি দেশে করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিত হয়েছে।
আল্লাহ্ আমাদেরকে হেফাজত করুন।